• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লা শিবিরে দুঃখের বার্তা

স্পোর্টস ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৭, ১৬:১৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য দুঃখের বার্তা। তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। শুক্রবারই তা নিশ্চিত হওয়া গিয়েছিল। এবার জানা গেল, শুধু দক্ষিণ আফ্রিকা নয়; আসছে বিপিএলের প্রথমদিকেও খেলতে পারবেন না তিনি।

তামিমের স্ক্যান রিপোর্ট বাংলাদেশ ম্যানেজমেন্টের হাতে এসেছে। এতে জানা গেছে, কমপক্ষে এক মাস মাঠের বাইরে কাটাতে হবে তাকে। এসময় পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। অর্থাৎ বিপিএলের পঞ্চম আসরের প্রথমদিকের কয়েকটি ম্যাচে ড্যাশিং ওপেনারকে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জাতীয় দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ইস্ট লন্ডনে পৌঁছে তামিমের স্ক্যান করা হয়েছে। রিপোর্ট হাতে পেয়েছি। তাকে এক মাস মাঠের বাইরে থাকতে হবে। শনিবারই দেশে ফিরবে সে।

দক্ষিণ আফ্রিকা থেকে মাশরাফিরা ফিরলেই বিপিএলের উন্মাদনায় মেতে উঠবে দেশের গোটা ক্রিকেটাঙ্গন। সবকিছু ঠিক থাকলে আসছে ৪ নভেম্বর শুরু হবে এই মহারণ। ১ মাস মাঠের বাইরে থাকলে আইকন প্লেয়ার তামিমকে ছাড়াই কমপক্ষে ৫ থেকে ৬টি ম্যাচ খেলতে হবে কুমিল্লাকে। গেলো আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে বিপিএল মাতান বাংলাদেশ দলের ব্যাটিং ভরসা। এবার ঢাকঢোল পিটিয়ে তাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বেনোনিতে প্রস্তুতি ম্যাচে বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম। তা কিছুটা লাঘব হওয়ায় প্রথম টেস্টে খেলেন তিনি। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে সেই টেস্টে ফের একই জায়গায় চোট পান। এতে দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি। পরে ফিটনেস পরীক্ষায় উতরালে খেলেন দ্বিতীয় ওয়ানডেতে। সেই ম্যাচেও ফের ব্যথা অনুভব করেন।

এবার স্ক্যান রিপোর্টে জানা গেলো, তামিমের চোট নেহাতই হালকা নয়। দেশসেরা ব্যাটসম্যান ছিটকে যাচ্ছেন মাসখানেকের জন্যই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh