• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ওয়াকার ইউনিসের রেকর্ড ভাঙলেন হাসান আলি

স্পোর্টস ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৬

বিশ্ব ক্রিকেটে বিস্ময় জাগানো পেসার উপহার দিতে পাকিস্তানের জুড়িমেলা ভার। অতীতে ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিভ জাভেদ, শোয়েক আখতারের মতো ভুবন কাঁপানো পেসার উপহার দিয়েছে দেশটি। যাদের গতি আর জাদুকরী সুইংয়ে মন্ত্রমুগ্ধ হয়ে থেকেছে বিশ্বের কোটি ক্রিকেপ্রেমী। তাদের পর ক্যারিয়ারে শুরু থেকেই ক্রিকেট পরিমণ্ডলে দ্যুতি ছড়িয়ে আসছেন মোহাম্মদ আমির। সাম্প্রতিক সময়ে একের পর এক বিস্ময় উপহার দিচ্ছেন হাসান আলি।

চ্যাম্পিয়নস ট্রফিতেই নিজের জাত চিনিয়েছিলেন হাসান। ধারাবাহিক পারফরম করে প্রথমবারের মতো পাকিস্তানের শিরোপা জয়ে রেখেছিলেন অগ্রণী সেনানীর ভূমিকা। এবার স্বদেশী কিংবদন্তি ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে দেখালেন চমক।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার আবুধাবিতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে ২০৮ রানে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেন হাসান আলি। এই ৫ উইকেট শিকারের বদৌলতে অনন্য কীর্তি গড়ে ফেলেছেন তিনি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন এই ডানহাতি পেসার।

এই নিয়ে মাত্র ২৪ ওয়ানডেতে হাসানের উইকেট সংখ্যা দাঁড়ালো ৫১। এতেই রিভার্স সুইং উদ্ভাবক ওয়াকার ইউনিসকে পেছনে ফেলেছেন তিনি।

এর আগে দেশের হয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারের কীর্তি ছিল ওয়াকার ইউনিসের। ২৭ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন ইয়র্কার মাস্টার।

নিজের জ্বলে ওঠার দিনে চলতি বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন হাসান আলি। ২০১৭ সালে মাত্র ১৭ ওয়ানডে খেলে নিজের ঝুলিতে ভরেছেন ৪১ উইকেট। এই পথে ডানহাতি সুইং মাস্টার পেছনে ফেলেছেন ভারতের জসপ্রিত বুমরাহ (২৯ উইকেট), ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট (৩৬ উইকেট), আফগানিস্তানের রশিদ খান (৩৬ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে (২৬ উইকেট)।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh