• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্সার সহজ জয়

স্পোর্টস ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ০৯:২০

ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বুধবার রাতে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

ষষ্ঠ মিনিটেই গোল করে এগিয়ে থাকার সুযোগ পায় বার্সেলোনা। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি লুইস সুয়ারেস।

১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় বার্সেলোনা। দেউলোফেউয়ের ক্রস রুখতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন গ্রিক ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউ।

খেলোর ৪২ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। দেউলোফেউয়ের ক্রস প্রোতো ঠেকানোর পর বল চলে যায় গোলমুখে ছুটে আসা পিকের কাছে। হাত দিয়ে বল জালে ঠেলে দিয়ে গোল তো পাননিই উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। চতুর্দশ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন স্পেনের এই ডিফেন্ডার।

৬১তম মিনিটে ফ্রি-কিকে গোল করে মেসি। পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এবারের আসরে মেসির এটি তৃতীয় গোল।

৬৪ মিনিটে ব্যবধান আরো বাড়ায় লুকাস দিনিয়ে। ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই ডিফেন্ডার। ৮৯ মিনিটে অলিম্পিয়াকোসের পক্ষে সান্ত্বনার গোল করেন নিকোলাউ।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh