• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোহলির আরেকটি রেকর্ড ছিনিয়ে নিলেন আমলা

স্পোর্টস ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৭

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের অবিচ্ছিন্ন ২৮২ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে ১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি (১৬৮) তুলে নেন বাঁহাতি ওপেনার ডি কক। আর ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি (১১০) হাঁকান আমলা।

এই সেঞ্চুরি করার পথে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির কাছ থেকে আরেকটি রেকর্ড ছিনিয়ে নিয়েছেন প্রোটিয়া ডানহাতি ওপেনার। মাত্র ১৫৪ ইনিংস খেলে ২৬তম সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি। যা দ্রুততম ২৬তম সেঞ্চুরি করার রেকর্ড।

এত দিন এই রেকর্ডটি ছিল ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো কোহলির দখলে। ১৬৬ ইনিংস খেলে দ্রুততম ২৬তম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। ২০১৬ সালের অক্টোবরে চণ্ডীগড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন আধুনিক যুগের ‘ব্র্যাডম্যান’। তার চেয়ে ১২ ইনিংস কম খেলেই দ্রুততম ২৬ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন আমলা।

গেলো মে মাসে ওয়ানডেতে কোহলির দ্রুততম করা ৭ হাজার রানের রেকর্ড নিজের করে নেন আমলা। এর আগে তার দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটাও কেড়ে নেন এই দক্ষিণ আফ্রিকান। দ্রুততম ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার রানের রেকর্ডও তার।