• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অ্যাশেজ সিরিজ

ইংল্যান্ডের বিরুদ্ধে ‘যুদ্ধের’ ডাক ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ১৪:০১

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই ‘অ্যাশেজ সিরিজ’ শুরুর আগেই যুদ্ধের উত্তাপ ছড়াতে শুরু করেছে। বরাবরের মতো এবারো ইংলিশদের কথার চাবুক মেরে কাবু করার চেষ্টা করছেন অজিরা। যার শুরুটা করলেন অজি বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার। বললেন, অতিরিক্ত প্রেরণার জন্য প্রতিপক্ষকে ঘৃণার দৃষ্টিতে দেখা হবে। তাদের সঙ্গে কোনো কথা নয়; হবে ‘যুদ্ধ’।

গেলো মৌসুমে অ্যাশেজটা মোটেও ভালো যায়নি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের মাটিতে ব্রডদের কাছে নাকানিচুবানি খেয়ে ৫-০তে সিরিজ হারে অজিরা। এবারো দারুণ ছন্দে রয়েছে ইংলিশরা। তবে ২০১৭-১৮ মৌসুমে তাদের মোটেও ছাড় দিতে চাচ্ছেন না ক্যাঙ্গারুরা। যুদ্ধ যুদ্ধ ভাবটা তাই আগেই ছড়িয়ে দিতে চাইছেন ওয়ার্নার।

অজি ওপেনার বলেন, আপনি যখন মাঠে নামবেন; তখন তা যুদ্ধই। আপনি চাইবেন, লড়াইটা নিজের পক্ষে নিতে। জয় পেতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে। দরকারে তাদের ঘৃণার চোখে দেখতেও কার্পণ্য করবেন না।

আসছে ২৩ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ। তার আগেভাগেই ইংল্যান্ডের প্রতি রণ- হুঙ্কার ছুড়লেন ওয়ার্নার। বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান বলেন, আমি সবসময় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করি। চেষ্টা করি, তাদের ঘৃণা করতে। প্রাণান্তকর চেষ্টা থাকে তাদের ওপর ছড়ি ঘোরাতে। বিরোধী পক্ষকে কাবু করতে আপনার মধ্যে এই তেজটা থাকতেই হবে। কারণ, ইতিহাসও তাই বলে।

ওয়ার্নারের এই হুঙ্কারই বলে দিচ্ছে এবারের অ্যাশেজ সিরিজ কতটা মহিরূহ রূপ ধারণ করতে যাচ্ছে। ঐতিহাসিকভাবেই তো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াইটা সবসময় উত্তাপ ছড়ায় অগ্নি-স্ফুলিঙ্গের মতো।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ
টি-টোয়েন্টি থেকে অবসরের দিনক্ষণ জানালেন ওয়ার্নার
হেলিকপ্টারে করে এসেও দলকে জেতাতে পারলেন না ওয়ার্নার
ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই
X
Fresh