• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেকর্ড জুটিতে জয়ের পথে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ২০:৫০

চরম ব্যাটিং ব্যর্থতায় টেস্টে ভরাডুবির পর ব্যাটসম্যানদের কল্যাণে প্রথম ওয়ানডেতে ২৭৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এতে দেশের কোটি ক্রিকেটপ্রেমী স্বপ্ন দেখেছিলেন, এবার ঘুরে দাঁড়াবে টাইগাররা। সাফল্য এনে দেবেন বোলাররা। তবে আশায় গুঁড়েবালি। একেবারে নির্বিষ বোলিং করছেন বাংলাদেশ বোলাররা। এর পুরো ফায়দা লুটছেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা- কুইন্টন ডি কক। তাদের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। এ যেন রান-উৎসব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে বিনা উইকেটে ২৪৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে দু’জনই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ডি কক ১৪০ ও আমলা ১০০ রান নিয়ে ব্যাট করছেন।

দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে দেশের হয়ে সেরা উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন আমলা ও ডি কক। ২৭ ওভার শেষে দুজনের জুটির রান হয় ১৫৯। আগে উদ্বোধনী জুটিতে প্রোটিয়াদের রেকর্ড ছিল গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের। ২০০২ সালে বেনোনিতে ১৫৫ রানের জুটি গড়েন তারা।

এর আগে কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৮ রান করে বাংলাদেশ। লিটনকে নিয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নেমে দারুণ শুরু করেন ইমরুল। উদ্বোধনী জুটিতে করেন ৪৩ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে রাবাদার বলে স্লিপে ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (২১)।