• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্বপ্ন দেখিয়ে ফিরলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ১৭:০৪

স্বপ্ন দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম ও মাহমদুল্লাহ রিয়াদ। তবে সেই যাত্রায় থেমে গেলেন মাহমুদুল্লাহ (২৬)। দলীয় ১৯৫ রানে প্রিটোরিয়াসের বলে মিলারের হাতে ক্যাচ ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৪ উইকেটে ২০০ রান। মুশফিক ৭৯ ও সাব্বির রহমান ৩ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া লিটন দাসকে নিয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নামেন ইমরুল কায়েস। শুরুটা ভালোও করেন তারা। ওপেনিং জুটিতে গড়েন ৪৩ রানের জুটি।

নবম ওভারে কাগিসো রাবাদার বলে স্লিপে ফাফ ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে ২৯ বলে ৪ চারে ২১ রান করেন তিনি।

লিটন ফিরলে ওয়ানডাউনে নামা সাকিব আল হাসানকে নিয়ে ফের খেলা জমিয়ে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস। তাদের ২৪ রানের জুটিটা বেশ আশা জাগাচ্ছিল। তবে ভালো খেলতে খেলতে হঠাৎই থেমে যান ইমরুল। ডোয়াইন প্রিটোরিয়াসের বল গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করে এ বামহাতি ব্যাটসম্যান।

পরে মুশফিকুর রহিমকে নিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে সেই যাত্রায় থেমে যান সাকিব। ইমরান তাহিরের বলে স্লিপে হাশিম আমলার তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪৫ বলে ২ চারে ২৯ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব ফিরলে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। তারা এগুচ্ছিলেনও বেশ। দু’জনে বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন। এরই মধ্যে ক্যারিয়ারে ২৭তম ফিফটি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল। তাকে যোগ্য সহযোদ্ধার মতো সমর্থন দিতে দিতে নুইয়ে পড়েন মাহমুদুল্লাহ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের কুইজ

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মাহমুদউল্লাহকে টেস্টে ফেরার জন্য অনুরোধ করেছিলাম’
মাহমুদুল্লাহর দুর্দান্ত ফিনিশিংয়ে বরিশালের বড় পুঁজি
তামিমকে পেস বল খেলতে নিষেধ করলেন মাহমুদুল্লাহ
X
Fresh