• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রিয়ালের জয়ের দিনে হতাশ বার্সা

স্পোর্টস ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ১১:১৪

স্প্যানিশ লা লিগায় অষ্টম ম্যাচে এসে পয়েন্ট হারালো বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করলো ১-১ গোলে। তবে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে মৌসুমের পঞ্চম জয় তুলে নিয়েছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিতানোতে খেলার ২১ মিনিটে সাউল নিগুয়েজের গোলে লিড নেয় অ্যাতলেটিকো। বলের দখল নিশ্চিত করলেও দিয়াগো সিমিওনের ট্যাকটিকসের জমাট রক্ষণে বার বার বাধা পায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

গেলো সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে অসাধারণ হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলে ইতিহাস গড়েন লিওনেল মেসি। তার পর এটিই ছিল ক্লাব ফুটবলে মেসির প্রথম ম্যাচ। প্রথম মিনিটেই গোল প্রায় পেয়েই গিয়েছিলেন দলের এ সেরা খেলোয়াড়। তবে গোলপোস্টের পাশ দিয়ে বল বাইরে চলে যায়। গোলবঞ্চিত থাকতেই হয় তাকে।

অবশেষে ৮২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতায় মাঠ ছাড়ে বার্সেলোনা।

এদিন কলোসিয়াম আলফোনসো পেরেজে গেটাফেকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। খেলার ৩৯ মিনিটে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজিমা। ৫৬ মিনিটে গেটাফেকে সমতায় ফেরান হোর্হে মোলিনা।

৮৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর মৌসুমের প্রথম গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস-ব্লাঙ্কোসরা।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh