• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাতছানি দিচ্ছে র‌্যাংক ৬

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ২৩:২০

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এজন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ কাজে লাগাতে হবে টাইগারদের।

৯৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে বর্তমানে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে ষষ্ঠ স্থানে আছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী পাকিস্তান। ৮৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা। সামনে রয়েছে ৩ দলেরই ওয়ানডে সিরিজ। সঙ্গত কারণেই সবার সুযোগ রয়েছে র‌্যাংকিংয়ে ওঠা-নামার।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। এতে ষষ্ঠ স্থানে উঠে যাবে টাইগাররা। এর উল্টোটি ঘটলে (৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ) বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২।

অন্যদিকে শ্রীলঙ্কা পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারালে লঙ্কানদের পয়েন্ট হবে ৯১। আর পাকিস্তানের পয়েন্ট হবে ৮৯। এই সমীকরণেও ষষ্ঠ স্থানে উঠে যাবে বাংলাদেশ।

এছাড়া প্রোটিয়াদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং পয়েন্ট হবে ৯৭। তাতে পাকিস্তানকে পেছনে ফেলে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।

তবে শ্রীলঙ্কাকে ৫-০ বা ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলে ষষ্ঠ স্থানেই থাকবে পাকিস্তান।

টেস্টে শ্রীলঙ্কা যেভাবে পাকিস্তানকে ধরাশায়ী করেছে তাতে ওয়ানডেতে এত বড় ব্যবধানে পাকিস্তানের সিরিজ জেতা সম্ভব হবে মনে হচ্ছে না।

সর্বোপরি র‌্যাংকিংয়ে ছয়ে উঠতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যের পাশপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের দিকে চেয়ে থাকতে হবে বাংলাদেশকে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের সামনে দুই রেকর্ডের হাতছানি
লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয়বার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের
টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি
কোহলিকে হাতছানি দিচ্ছে এক অনন্য রেকর্ড
X
Fresh