• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিসিবি নির্বাচন ৩১ অক্টোবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ২০:১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে আসছে ৩১ অক্টোবর।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গেলো ৫ অক্টোবর বিসিবির বতর্মান পরিচালনা পর্ষদের শেষ সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। ৮ অক্টোবর তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি পাঠায় বিসিবি। এর পরিপ্রেক্ষিতে গেলো মঙ্গলবার নির্বাচন কমিশনের অনুমোদন দেয় এনএসসি।

তবে নির্বাচন কমিশনে সামান্য পরিবর্তন আনে জাতীয় ক্রীড়া পরিষদ। সদস্য সংখ্যা অপরিবর্তিত থাকলেও আইনি জটিলতার কারণে সচিব আসাদুল ইসলামের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার করা হয় ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ উমর ফারুককে।

এর আগে গেলো ২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সর্বসম্মতভাবে ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ পাস হয়। পরে তা জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন পায়।এরপরই নির্বাচনমুখী হয় বিসিবি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh