• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসির সাপ্তাহিক বেতন সাড়ে ৫ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৯:২৭

লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, সাপ্তাহিক ৫ লাখ ব্রিটিশ পাউন্ড বেতন পাচ্ছেন খুদে জাদুকর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৩৩২ টাকা। পাশাপাশি ৮০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বোনাস পাবেন তিনি।

ডেইলি মেইলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার এ খবর জানিয়েছে।

নতুন চুক্তি মোতাবেক, বার্সার ইতিহাসে সর্বোচ্চ বোনাস পেতে যাচ্ছেন মেসি। এরই মধ্যে সেই অর্থ সংগ্রহে তহবিল গঠনে ন্যু ক্যাম্পের নামস্বত্ব বিক্রির ঘোষণা দিয়েছে ক্লাবটি।

মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আসছে গ্রীষ্মে। ফুটবল বোদ্ধারা বলছেন, বাঁচামরার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলেছেন ম্যাজিক বয়। চলতি মৌসুমে ক্লাবের হয়েও দুর্দান্ত করছেন।তার অনন্য নৈপুণ্যে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কাতালানরা। তাদের চেয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি যে বেতন দিতে চেয়েছে তা আর্জেন্টাইন অধিনায়কের প্রাপ্য।

এদিকে শোনা যাচ্ছে, বিশ্বরেকর্ড ৩৫৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে মেসিকে কিনতে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে বার্সা তা গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছে। তাদের মতে, কাতালানদের সঙ্গেই থাকছেন ওয়ান্ডারম্যান।

কাতালান সংবাদমাধ্যম ‘এল আরা’র খবর, নতুন চুক্তি কার্যকর হলে ২০২১ সাল পর্যন্ত বার্সায় থাকবেন মেসি। তত দিনে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ফর্মও নিভু নিভু হবে।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, বার্সার সঙ্গে মেসির চুক্তি নবায়ন হলে এখানেই তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।

এর আগে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি হয়ে গেছে বলে খবর বের হয়। তাতে কেবল তার সই হয়নি বলে জানা যায়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh