• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিএসএকে ২৫৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৮:০১

ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে (সিএসএকে) ২৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ১১ বল আগে সবক’টি উইকেট না হারালে টাইগারদের স্কোর আরো বড় হতে পারত। দলের হয়ে লড়াকু ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

টস জিতে মুশফিকের মতো ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে টস জিতে বোলিংয়ের পরিবর্তে প্রথমে ব্যাটিং নেন তিনি। পায়ে এখনো ব্যথা অনুভব করায় মাঠে নামেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে ম্যাচের গোড়াপত্তন করতে নেমে সৌম্য সরকারকে নিয়ে ভালোই করেন ইমরুল কায়েস। প্রথম থেকেই স্বচ্ছন্দে ছিলেন ইমরুল। তবে স্বাভাবিক ছিলেন না সৌম্য। অষ্টম ওভারে দলীয় ৩১ রানে ব্যক্তিগত ৩ রান করে আউট হন তিনি।

দলীয় এ রানেই উইকেটকিপার হেনরিচ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ইমরুল প্যাভিলিয়নে ফিরলে প্রাথমিক ধাক্কা খায় বাংলাদেশ। ফেরার আগে ৩১ বলে ২৭ রান করার পথে ৬টি বাউন্ডারি হাঁকান এ বাঁহাতি ওপেনার।

এরপর ক্রিজে আসেন টেস্ট সিরিজে রানের মধ্যে থাকা লিটন দাস। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। দলীয় ৬১ রানে ব্যক্তিগত ৮ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা এ ডানহাতি ব্যাটসম্যান। দলীয় স্কোর বোর্ডে আর ২ রান যোগ হতেই ফেরেন মুশফিকুর রহিম। ২৯ বলে ৩ চারে ২২ রান করেন তিনি। মিস্টার ডিপেন্ডেবল ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

পরে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাকিব আল হাসান। তারা এগুচ্ছিলেনও বেশ। তবে হঠাৎই থেমে যান মাহমুদুল্লাহ। ২৫তম ওভারের পঞ্চম বলে উইলিয়াম মাডলারের বলে এলবিডব্লিউ হন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ২৭ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন মিস্টার কুল। এর সাথে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে তার ৫৭ রানের জুটি ভাঙে।

দলীয় ১২০ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সাব্বির রহমানকে নিয়ে ঘুরে দাঁড়ান সাকিব। দু’জনই লড়াই চালিয়ে যান। ধীরে ধীরে প্রতিপক্ষের ওপর চোখ রাঙাতে থাকেন তারা। কিন্তু সেই যাত্রায় থেমে যান সাকিব। মাহমুদুল্লাহর সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে ফেরার আগে ৬৭ বলে ৯ চারে ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন বাংলাদেশ ব্যাটিং স্তম্ভ।

সঙ্গী হারিয়ে বেশিদূর যেতে পারেননি সাব্বিরও। দলীয় ২১৯ রানে বুদাজার শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৫৪ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন এ হার্ডহিটার। এ ইনিংস খেলার পথে সাব্বির মারে ২ ছক্কা। তবে কোনো চারের মার ছিল না।

এরপর দ্রুত ফিরে যান নাসির। এতে স্কোর আড়াইশ’ পার হয় কি না-তার শঙ্কা দেখা দেয়। তবে শেষদিকে মাশরাফি ও সাইফউদ্দিনের ২৬ রানের জুটিতে আড়াইশ পার হয় বাংলাদেশ। দলীয় ২৫৩ রানে ব্যক্তিগত ১৭ করে মাশরাফি ফিরলে দ্রুত গুটিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৫৫ রান তুলতে সক্ষম হয় ম্যাশ বাহিনী।

দক্ষিণ আফ্রিকার একাদশের হয়ে ফ্রিলিঙ্ক, সিবোতো, বুদাজা ও ফাঙ্গিসো প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৫ অক্টোবর কিম্বার্লিতে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। আর ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
X
Fresh