• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিব-সাব্বিরে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৬:৪৪

টেস্টের মতো ওয়ানডের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের (সিএসএ) বিপক্ষে দ্রুত টপ অর্ডারের ব্যাটসম্যান হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে লড়ছে সফরকারীরা।

শেষ খবর পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে বাংলাদেশ। সাকিব ৬৮ ও সাব্বির ৩৮ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। এর আগে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

পায়ে এখনো ব্যথা অনুভব করায় এ ম্যাচে বিশ্রামে রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে সৌম্য সরকারকে নিয়ে ভালোই সূচনা করেন ইমরুল কায়েস। তবে অষ্টম ওভারে দলীয় ৩১ রানে ব্যক্তিগত ৩ রান করে আউট হন সৌম্য। ১৩ বল খেলে রবি ফ্রাইলিংকের বলে মালুসি সিবোতোর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দলীয় এ রানেই উইকেটকিপার হেনরিচ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল। ৩১ বলে ২৭ রান করার পথে ৬টি বাউন্ডারি হাঁকান তিনি।