• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনা ছাড়া রং হারাত বিশ্বকাপ: মেসি

স্পোর্টস ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ১৩:২৭

পেরুর সঙ্গে ঘরের মাঠে ড্রয়ের ফলে ল্যাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে যায় আর্জেন্টিনা। এতে প্রায় পাঁচ দশক পর দলটির বিশ্বকাপে খেলা নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়। সঙ্গত কারণে রাশিয়া বিশ্বকাপে যেতে ইকুয়েডরের বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না আলবিসেলেস্তেদের।এমন বাঁচা-মরার ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে স্বাগতিকদের হারিয়ে তৃতীয় হয়ে সরাসরি বিশ্বকাপে উঠেছে তারা। স্বাভাবিকভাবেই লক্ষ্য পূরণের পর খুদে জাদুকরের কণ্ঠে ভেসে উঠে উচ্ছ্বাস। তার মতে, আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ রং হারাত।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আর্জেন্টিনা না খেললে বিশ্বকাপ হতো জৌলুসহীন। তাতে কোনো রং থাকত না। খেলায় আমরা পিছিয়ে পড়েছিলাম। সৌভাগ্য আমাদের যে, সেখান থেকে দুর্দান্তভাবে ফিরে আসি এবং লিড নিই। ইশ্বরকে ধন্যবাদ, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

সবশেষ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি আর্জেন্টিনার। একঝাঁক তারকা খেলোয়াড় নিয়েও অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা খোয়ায় দলটি। সেই তুলনায় এ দল অনেকটা ভঙ্গুর। তবে বর্তমান দল নিয়ে দারুণ আশাবাদী আর্জেন্টিনা অধিনায়ক।

তিনি বলেন, বিশ্বকাপে খেলার সবরকম যোগ্যতা এ দলের ছিল। দলে পরিবর্তন আসবে। দিন দিন দল আরো গোছাবে, পরিপক্ক হবে। সবার মধ্যে সমন্বয় গড়ে উঠবে। এখনকার চেয়ে দল আরো শক্তিশালী হবে।

বাঁচামরার ম্যাচ, অথচ শুরুতেই ঝটকা খায় আর্জেন্টিনা। মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে তারা। এতে শঙ্কার কালো মেঘ আরো জমাট বাঁধে। তবে লক্ষ্য পূরণ হওয়ায় ম্যাচ শেষে মেসির মুখে দেখা গেছে চওড়া হাসি।

পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, সৌভাগ্য যে; সবকিছুই ঠিকঠাক হয়েছে। ভালোভাবেই বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে বিশ্বকাপে উঠেছি। আসল লক্ষ্য পূরণ হওয়ায় এখন দলের সবাই শান্ত।

ক্লাব বার্সেলোনার হয়ে সব ধরনের শিরোপা জিতলেও আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত কিছু জিততে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে একটি শিরোপা পেলেই সর্বকালের সেরার স্বীকৃতি জুটবে তার কপালে। পেয়ে যেতেন পারেন অমরত্বের স্বাদ!

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh