• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বিদায় রোবেন

স্পোর্টস ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ১২:১৮

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন নেদারল্যান্ডস সুপারস্টার অ্যারিয়েন রোবেন। তার নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপে দল জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় অবসরে গেলেন তিনি। খবর বিবিসি।

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। ২টি গোলই করেন রোবেন। তবে ২০১৮ বিশ্বকাপের টিকিট পেতে তাদের জিততে হতো আরো বড় ব্যবধানে। কমপক্ষে ৬ থেকে ৭ গোলের ব্যবধানে।

বিশ্বকাপে দলকে তুলতে না পারায় বেদনায় মুষড়ে পড়েন রোবেন। মূলত সেই কাতরতা থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এ উইঙ্গার।

বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড বলেন, এটি খুবই সহজ সিদ্ধান্ত। বর্তমানে আমার বয়স ৩৩। এখন সব মনোযোগ দিতে চাই ক্লাবের খেলায়।

২০০৩ সালের এপ্রিলে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বোবেনের। এরপর ডাচদের হয়ে ৯৬ ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে করেছেন ৩৭ গোল।

নেদারল্যান্ডসের সর্বকালের সেরা চতুর্থ গোল স্কোরার রোবেন। তার সঙ্গে যৌথভাবে এ স্থানে রয়েছেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড ডেনিস বার্গক্যাম্প।

রোবেনের অনন্য নৈপুণ্যে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলে নেদারল্যান্ডস। আর প্রায় একক প্রচেষ্টায় ২০১০ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেন তিনি। তবে স্পেনের কাছে হেরে তার শিরোপা স্বপ্নভঙ্গ হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh