• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে ফ্রান্স-পর্তুগাল, বাদ নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ১০:২০

রাশিয়া বিশ্বকাপে সরাসরি উঠল ফ্রান্স ও পর্তুগাল। তবে অনুশোচনার বিষয়, গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে সোনালী প্রজন্মের নেদারল্যান্ডস।

বেলারুশকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ফ্রান্স। হয়েছে ‘এ’ গ্রুপ সেরা। বাছাইপর্বে সুইজারল্যান্ডকে ২-০ হারিয়ে আসছে বিশ্বকাপে স্থান পাকা করেছে পর্তুগাল। তবে সুইডেনকে ২-০ গোলে হারিয়েও রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি নেদারল্যান্ডস।

মঙ্গলবার রাতে সুইসদের ২-০ গোলে হারায় পর্তুগিজরা। এতে ইউরোপের ‘বি’ গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে রোনালদো অ্যান্ড কোং।

এদিন পর্তুগালকে প্রাথমিক সুযোগ করে দেয় সুইজারল্যান্ড। ৪১ মিনিটে প্রথম গোল করেন সুইস তারকা দোরজু। তবে গোলটি ছিল আত্মঘাতী। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।