• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের কাছে চিলির স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ০৯:২৭

চিলির বিশ্বকাপ স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল ব্রাজিল। নেইমার-গ্যাব্রিয়েল জেসুসদের নৈপূণ্যে তাদের ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অনেক আগেই বিশ্বকাপে উঠে গিয়েছিল ব্রাজিল। তবে শেষ দুই ম্যাচে জয় না পাওয়ায় একটু যেন হতাশই ছিল দলটি। নিজেদের মাঠে চিলির বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাসটা বেশ ভালোভাবেই ফেরালো তারা।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে চিলিকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন নেইমাররা। তিতের অধীনে বাছাইপর্বে টানা ৯ জয়ের পর গেলো ২ রাউন্ডে ড্র করে ব্রাজিল। সব মিলিয়ে এবারের বাছাইপর্বে সবশেষ ১৭ ম্যাচ অপরাজিত থাকল তারা।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনেটে (৫৫) ব্রাজিলের হয়ে প্রথম গোলের দেখা পান মিডফিল্ডার পাওলিনহো। ঠিক ১ মিনিটের মাথায় লিড দিগুণ করেন স্বাগতিকরা। এবার ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের গোলে (৫৭ মিনিটে) এগিয়ে যায় সাম্বা নৃত্যের জন্য বিখ্যাত দেশ।

এতে ২ মিনিটে ২ গোলের দেখা পায় তিতের শিষ্যরা। ২টি গোলই করিয়েছেন নেইমার।

নির্ধারিত ৯০ মিনিট ২-০তে এগিয়ে থাকে ব্রাজিল। ম্যাচ পরিচালক বাড়িয়ে দেন অতিরিক্ত ৩ মিনিট। আর তা কাজে লাগিয়ে ৯২ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। তার জোড়া গোল গ্রুপ চ্যাম্পিয়নদের গোলের সংখ্যা আরো বাড়িয়ে দেয়।

ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে স্বাগতিক ব্রাজিল। অপরদিকে পিছিয়ে থাকা চিলির দখলে ছিল ৩৯ শতাংশ।

এবার দেখা হবে বিশ্বকাপ মঞ্চে। দেখা হবে শিরোপা লড়াইয়ের মঞ্চে। দেখা হবে ব্রাজিলের ৬বারের বিশ্বকাপ ঘরে তোলার মঞ্চে।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh