• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাতেই রোনালদোদের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ

স্পোর্টস ডেস্ক

  ১০ অক্টোবর ২০১৭, ১৬:২১

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এ ম্যাচ জিতলেই সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার টিকিট পাবে পর্তুগিজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সেটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

ইউরোপ থেকে আসছে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক হওয়ায় সবার আগে এতে খেলা নিশ্চিত করেছে রাশিয়া। এ অঞ্চলের বিভিন্ন গ্রুপের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে সেই বিশ্বকাপে টিকিট কেটেছে বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পোল্যান্ড, আইসল্যান্ড ও সার্বিয়া।

ফেভারিট হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সম্ভাবনা আছে পর্তুগালের। কারণ, খেলাটি হবে রোনালদোদের ঘরের মাঠে। এ ম্যাচে ‘বি’ গ্রুপের শীর্ষ দল সুইজারল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে যাবে ইউরো চ্যাম্পিয়নরা।

অবশ্য না জিতলেও সিআরসেভেনদের বিশ্বকাপে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এক্ষেত্রে প্লে-অফের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত পর্বে আসতে হবে তাদের।

ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সিস্টেমটিও একটি জটিল। এতে ৯টি গ্রুপের ৮ রানার্সআপ একে অন্যের মুখোমুখি হবে। এক্ষেত্রে প্রতিটি দলকে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। এ পর্বের দুই লেগের লড়াই শেষে শীর্ষ চার দল নিশ্চিত হবে।

তবে এতদূর ভাবতে চাচ্ছেন না পর্তুগিজ ডিফেন্ডার পেপে। তার বিশ্বাস, সুইজারল্যান্ডকে সহজেই হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে পর্তুগাল। এতে টনিক হিসেবে কাজ করবে পুরোপুরি ফিট রোনালদোর প্রত্যাবর্তন। চোটে থাকায় গেলো ম্যাচে শেষ অর্ধে খেলে দলকে জিতিয়েছিলেন চারবারের ফিফা বর্ষসেরা। এ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলবেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh