• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাতকড়া বাঁধা অবস্থায় সাঁতরে বিশ্ব রেকর্ড গড়লেন ইরানি নারী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৭, ১৮:০৩

সাঁতার তাও আবার হাতকড়া বাঁধা অবস্থায়। বিষয়টি বিস্ময়কর হলেও এমনটা করেই বিশ্ব রেকর্ড গড়লেন ইরানি নারী সাঁতারু। নিজের নাম লেখালেন গিনেজ রেকর্ড বইতে। এ অনন্য নারীর নাম এলহাম সাদাদ আসগারি।

৩৬ বছরের এ ইরানি নারী ক্রীড়াবিদ সম্প্রতি হাতকড়া বাঁধা অবস্থায় অবিরাম তিন ঘণ্টার বেশি পারস্য উপসাগরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেছেন।

রাজধানী তেহরান থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণে বুশেহর বন্দরে সম্প্রতি তিনি সাঁতার কেটেছেন। কয়েক দিন আগে তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে গিনেস বিশ্ব রেকর্ড সনদ দেয়া হয়।

ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, এ রেকর্ড করতে গিয়ে আমাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। ইরানের প্রতি গভীর ভালোবাসা এবং আমার বন্ধুদের ব্যাপক সমর্থনের কারণে ইরানি প্রথম নারী হিসেবে গিনেস রেকর্ড করতে পেরেছেন বলেও জানান তিনি।

এছাড়া আরো পাঁচ রেকর্ড করার জন্য এখন তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড
সাঁতার শিখতে এসে শাবিপ্রবিতে পুকুরে ডুবে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু
টি-টোয়েন্টিতে বিনা উইকেটে সংগ্রহ ২৫৮ রান
‌‘১০৫ বার তদন্ত প্রতিবেদন পেছানো আ.লীগের নতুন বিশ্ব রেকর্ড’
X
Fresh