• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতালে মুশফিকুর

স্পোর্টস ডেস্ক

  ০৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে হেলমেটের মাধ্যমে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মাথার স্ক্যান করাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পেসার ডুয়ানে ওলিভারের এক বাউন্সার গিয়ে আঘাত করে মুশফিকুরের মাথায়। অবশ্য হেলমেট পড়েই ব্যাট করছিলেন তিনি। তখন তার রান ছিল ১১। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারো ব্যাটিং শুরু করেন মুশি। আঘাতের পর সমবেদনা দেখালেও এরপরের বলেই ফের বাউন্সার ছুঁড়ে দেন অলিভিয়ার। মুশফিকের দিকে ধেয়ে আসে আরো ১০টি বাউন্সার। সব সামলে নিয়েছিলেন। কেশম মহারাজকে ছক্কা হাঁকিয়ে উড়িয়ে দিয়েছিলেন চাপ। লাঞ্চের আগে ২৬ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

তখন ঝুঁকি এড়াতে পরীক্ষা নিরীক্ষার জন্য লাঞ্চ বিরতিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। স্ক্যানের পরই মেডিক্যাল রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে মুশফিকুরের মাথায় কোনো সমস্যা রয়েছে কিনা।

দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ অধিনায়ককে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসক কোনো সমস্যা দেখেননি।

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সময় পেসার টিম সাইদির বাউন্সে মাথায় আঘাত পান মুশফিক। সেসময় স্ট্রেচার দিয়ে মাঠ ছাড়তে জয় তাকে। সরাসরি নেওয়া হয়েছিল হাসপাতালে।

সি/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
হাসপাতালের বিল দিতে পারছে না অভিনেত্রী
X
Fresh