• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট

এবার ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০১৭, ১৯:০৬

ব্লুমফন্টেইন টেস্টে দু’দিন হাতে রেখেই ইনিংস এবং ২৫৪ রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। ফলোঅনে দ্বিতীয় দিনের ৭ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে হোচট খায় টাইগারা।

এর আগে প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্ট হারলো ইনিংস এবং রানের ব্যবধানে।

দলীয় ১৩ আর ব্যক্তিগত তিন রানে সাজঘরে যান সৌম্য সরকার। আর মুমিনুল ১১ রান করে আউট হলে, পথ হারায় বাংলাদেশ।

দলীয় রানের খাতা শতকের ঘরে যাওয়ার আগেই ৩২ রানে ইমরুল কায়েস আর মুশফিক ২৬ রানে সাজঘরে গেলে, বড় ব্যবধানে ইনিংস পরাজয় হাতছানি দেয়।

এরপর মাহমুদউল্লাহ আর লিটন দাস রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। কিন্তু তা বেশি দূর যেতে না যেতেই ১৮ রানে একই পথে হাটেন লিটন দাস আর দলীয় ১৩৯ রানে সাজঘরে যান মাহমুদউল্লাহ।

এরপর বাকিরা শুধু আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ফলোঅনে খেলতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে ২-০ তে সিরিজ দক্ষিণ আফ্রিকার।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৪৭ রানে গুটিয়ে যাওয়া টাইগারদের ফলোঅনে পাঠায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পেসার কেগিসো রাবাদা ৫টি, ফেহলুকাওয়ো ৩টি, অলিভিয়ের একটি এবং ওয়েইন পারনেল একটি করে উইকেট নেন।

এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হেরে যায় বাংলাদেশ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
জন্মদিনে নিজের চাওয়া নিয়ে যা বললেন সাকিব
X
Fresh