• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তাহলে কি টসে জেতাটাই ভুল ছিল: মুশফিক

স্পোর্টস ডেস্ক

  ০৭ অক্টোবর ২০১৭, ১০:৩০

পচেফস্ট্রুমে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর বিশ্রামে থাকা দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স টুইট করে মুশফিকুর রহিমের সিদ্ধান্তে অবাক হবার কথা জানান। ওই ম্যাচের প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। পঞ্চম দিনের ফলাফল ৩৩৩ রানের বিশাল ব্যবধানের হার।

দ্বিতীয় টেস্টেও টস জয়ের পর ফিল্ডিং। ফলাফল প্রথম দিনে ৪২৮ পাহাড় সমান রান করল প্রোটিয়ারা। বোলাররা পেলেন মাত্র তিনটি উইকেট। এ নিয়ে সমালোচনা তাড়া করে বেড়াচ্ছে অধিনায়ক মুশফিককে।

ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের পর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাবে তিনি বলেন, আমার তো মনে হচ্ছে টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনো এমন হয়নি- মনে হচ্ছে টস হারলেই ভালো হয়।

ম্যাচ শুরুর আগে ক্রিকেট বোদ্ধারা বলছিলেন- টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা। মুশফিকও সেই পথে এগিয়েছিলেন। যদিও সফল হতে পারেননি। তবে সে ব্যর্থতার দায় নিজ কাঁধে নিয়ে মুশফিক বলেন, ‘অবশ্যই এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। আমি হয়তো দলকে সেভাবে উৎসাহ দিতে পারছি না বা বোলারদের সেভাবে গাইড করতে পারছি না। বোলাররা চেষ্টা করছে, হয়তোবা সেভাবে হয়নি। এটা আমার ব্যর্থতা।’