• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাতে ব্রাজিল, সকালে নামছে আর্জেন্টিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ অক্টোবর ২০১৭, ১৮:১৩

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বৃহস্পতিবার রাত ২টায় বলিভিয়ার লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলসে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২। আর শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুয়েন্স আয়ার্সের এস্তাদিও লা বোম্বোনেরাতে পেরুর বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। সেটি সম্প্রচার করবে সনি টেন ৩।

আগেই চূড়ান্তপর্ব নিশ্চিত হওয়ায় বলিভিয়ার বিপক্ষে বেশ নির্ভার হয়ে মাঠে নামছে ব্রাজিল। তবে ফর্মের তুঙ্গে থাকা দলটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে লা পাজের উচ্চতা ও তাপমাত্রা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটারেরও বেশি উচ্চতায় খেলতে হবে নেইমারদের। সেখানে একজন স্বাভাবিক মানুষ শ্বাস নিতে গেলে সমস্যায় পড়তে হয়।তার ওপর আবার ৯০ মিনিটের ফুটবল ম্যাচ?

অধিকন্তু মাঠটিতে সেলেকাওদের অতীত রেকর্ডও একেবারে যাচ্ছেতাই। ১৯৮৫ সালের পর সেখানে কোনো জয় পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ৩২ বছর পর সেই জয়খরা কাটাতে বদ্ধপরিকর সেলেকাও বস তিতে।

অন্যদিকে চাপের পাহাড় নিয়ে শুক্রবার ভোরে পেরুর বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা। এ ম্যাচে হারলেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি দলটির না খেলতে পারার শঙ্কার মেঘ আরো ঘনীভূত হবে। ইনজুরির কারণে এমন ম্যাচে আলবিসেলেস্তেরা পাচ্ছেন না দলের অন্যতম সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। স্বাভাবিকভাবেই দলের পুরো দায়িত্ব বর্তাচ্ছে খুদে জাদুকর লিওনেল মেসির কাঁধে। তবে কঠিন এ বৈতরণী অতিক্রম করতে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।