• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের। উরুতে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তার।

গেলো মাসের ২১ তারিখে বেনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে ইনজুরিতে পড়েন তিনি। যদিও চিকিৎসকদের পরামর্শে প্রথম টেস্ট খেলেন তিনি। সে ম্যাচের প্রথম ইনিংসে ৩৯ আর দ্বিতীয় ইনিংসে শূন্য রান করেন বাংলাদেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

বুধবার ইএসপিএন ক্রিকইনফো জানায়, পচেফস্ট্রুম টেস্টের পর স্ক্যানিং রিপোর্টে দেখা যায়, তামিমের চোট সাড়তে অন্তত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা করছে ওয়ানডে সিরিজে দিয়েই ফিরবেন তামিম।

শুক্রবার ব্লুমফন্টেইনের শেষ ম্যাচে তামিমের পরিবর্তে সৌম্য সরকার ওপেনিং করতে পারেন।

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে গেলো ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়ে টাইগাররা।

প্রথম ম্যাচে ৩৩৩ রানের বিশাল ব্যাবধানে হারে সফরকারীরা। শেষ দিনের প্রথম সেশনে সাত উইকেট হারিয়ে ৯০ রানে অল আউট হয় তারা।

১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সীমিত ওভারের ক্রিকেটের যাত্রা। ১৫ অক্টোবর কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

আর প্রথম টি-টোয়েন্টি হবে ব্লুমফন্টেইনে ২৬ অক্টোবর। ২৯ অক্টোবর পচেফস্ট্রুম দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে টাইগারদের মিশন।

বাংলাদেশ স্কোয়াড:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শুভাশিস রায় চৌধুরী।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিওনিস ডি ব্রায়েন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, দুয়ানে ওলিভার, ওয়েন পারনেল, আনদিলে ফেলুকায়ু, কাগিসো রাবাদা ও ডেন পিটারসন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh