• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ মিসের শঙ্কায় মেসি-বেল-রোবেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৭, ১৪:২৬

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তবে এখনো সেই বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খেলার ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। এতে আসছে বিশ্বকাপে দলটির মহাতারকা লিওনেল মেসির খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শুধু খুদে জাদুকর নন, বিশ্বের আরো কয়েকজন সুপারস্টারের এ বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমাদের আজকের আয়োজন সেসব তারকা নিয়ে।

লিওনেল মেসি (আর্জেন্টিনা): সবশেষ বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা। অথচ সেই দলটি এখনো রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারেনি। ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চার দল খেলবে এ বিশ্বকাপে। কিন্তু বাছাইপর্বে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আলবিসেলেস্তেরা। একঝাঁক তারকা ঠাঁসা দল হলেও একমাত্র মেসি ছাড়া সবাই নিষ্প্রভ। সামনে আর দুটি ম্যাচ রয়েছে তাদের। ৬ অক্টোবর ঘরের মাঠে পেরুকে আতিথেয়তা দেবে তারা। আর ১০ অক্টোবর ইকুয়েডরে আতিথেয়তা নেবেন মেসি-দিবালারা। এ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের। জিতলেই সরাসরি বিশ্বকাপে। অবশ্য একটি ম্যাচ জিতলেও সুযোগ থাকছে আর্জেন্টিনার। সেক্ষেত্রে প্লে-অফের গণ্ডি পেরুতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের। এর ব্যতিক্রম ঘটলে ১৯৭০ সালের পর প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞে অংশ নেয়া থেকে বঞ্চিত হবে দলটি। এমনটি হলে মেসির চমকপ্রদ ফুটবলশৈলি মিস করতে হবে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীদের।

অ্যালেক্সিস সানচেজ (চিলি) : ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার চেয়েও নাজুক অবস্থানে চিলি। ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। সামনে রয়েছে দুটি দুটি ম্যাচ। এ দুটি ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপে যেতে পারবে না চিলিয়ানরা। তবে শেষ দুই ম্যাচ জিতলে অন্তত প্লে-অফের সুযোগ থাকছে তাদের। এর মধ্যে আবার ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দলটিকে। সময়ই বলে দেবে বিশ্বের তাবৎ ফুটবলপ্রেমীরা সানচেজের খেলা বিশ্বকাপে উপভোগ করতে পারবেন কি না?

গ্যারেথ বেল (ওয়েলস): সর্বপ্রথম ১০০ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেল। তার অনন্য নৈপুণ্যে গেলো ইউরো কাপে দুর্দান্ত করে ওয়েলস, খেলে সেমিফাইনাল। সেই দলটিই এখন পড়েছে বিশ্বকাপে না যাওয়ার শঙ্কায়। আসছে ৬ অক্টোবর জর্জিয়ার বিপক্ষে রয়েছে বাছাইপর্বের ম্যাচ। এ ম্যাচ জিতলে ৯ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে দলটিকে। এতে বড় ব্যবধানে জিতলেই কেবল বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে তাদের। এর বিপরীত ঘটলে রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে বসে থাকতে হবে বেলকে।

অ্যারিয়েন রোবেন (নেদারল্যান্ডস): গেলো বিশ্বকাপে খেলার কাছে নয়, ভাগ্যের কাছে (টাইব্রেকার) হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ডাচরা। আর্জেন্টিনার কাছে ওই ম্যাচে দুর্ভাগ্যজনক হার ছাড়া গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল তারা। অথচ সেই দলটিই হঠাৎ জৌলুস হারিয়ে এখন বিশ্বকাপের টিকিট না পাওয়ার শঙ্কায়। এবারের বাছাইপর্বটা যাচ্ছেতাই গেছে নেদারল্যান্ডসের। সামনে তাদের রয়েছে দুটি ম্যাচ। এ দুটি ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে না তারা। তবে প্লে-অফ খেলার সুযোগ পাবে। এখন অন্তত সেই গণ্ডি পেরিয়ে হলেও রাশিয়া বিশ্বকাপে খেলতে চায় দলটি। শেষ পর্যন্ত তাই যেন হয়। নইলে অ্যারিয়েন রোবেনের মতো সুপারস্টারে খেলা মিস করবেন ফুটবলপ্রেমীরা।

এছাড়া দলের ভরাডুবির কারণে ২০১৮ বিশ্বকাপে না খেলার শঙ্কায় আছেন একাধিক তারকা ফুটবলার। এর মধ্যে অন্যতম হলেন তুরস্কের আরদা তুরান, বসনিয়ার এডিন জেকো, সেনেগালের সাদিও মানে ও অস্ট্রিয়ার ডেভিড আলাবা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh