• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টি-টেন লিগে আফ্রিদি-সাঙ্গাকারার সঙ্গে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ অক্টোবর ২০১৭, ১২:৪৭

টি-টোয়েন্টির পর এবার ক্রিকেটে সংযোজন ঘটতে যাচ্ছে টি-টেন লিগের। নতুন এ ফরম্যাটের প্রবর্তন করছে সংযুক্ত আরব আমিরাত। শহীদ আফ্রিদি, বীরেন্দর শেবাগ, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগানের মতো আন্তর্জাতিক তারকারা এ লিগ মাতাবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম জানাচ্ছে, ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চ জাগাতে টি-টেন লিগের পর্দা উঠছে ২১ ডিসেম্বর। শারজায় চার দিনব্যাপী এ জমকালো টুর্নামেন্ট হবে। এতে অংশ নেবে চারটি দল। ড্রাফটের মাধ্যমে চলতি মাসের শেষদিকে দলগুলো নির্ধারণ করা হবে।

লিগের প্রতিটি ম্যাচ হবে দেড় ঘণ্টার অর্থাৎ ৯০ মিনিটের। এতদিন শুধু ফুটবল ম্যাচ হত ৯০ মিনিটের। প্রতি দল ৪৫ মিনিট করে খেলার সুযোগ পাবে। আসছে মঙ্গলবার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এ টুর্নামেন্টে অংশ নেবেন।