• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ ক্রিকেট প্রশাসন কোন পথে : সাবের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৭, ২১:৫১

বাংলাদেশ ক্রিকেট প্রশাসন কোন পথে বলে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর।

রোববার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের ব্যালকনিতে ‘বাংলাদেশ ক্রিকেট প্রশাসন- কোন পথে?’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের কথা ও প্রশ্নগুলো তুলে ধরেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, যে গঠনতন্ত্রকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বলছেন এটার কোনো বৈধতা নেই, সেই গঠনতন্ত্রের অধীনে যদি কোনো প্রক্রিয়া হয়, তাহলে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। গঠনতন্ত্র অবৈধ হলে সেটির অধীনে হওয়া কাজগুলোর বৈধতা থাকে না।

তিনি বলেন, কোনো ফেডারেশনকে আর্থিক সহযোগিতা দিলে, সেটি পরিচালনার ক্ষেত্রে সরকারের কিছু বলার থাকতে পারে। কিন্তু বিসিবি তো নিজের অর্থে চলছে। এখানে সরকারের প্রভাব থাকা উচিত নয়। এটাই হচ্ছে মূল বিষয়।

এ বিষয়ে তিনি আরো বলেন, বোর্ড পরিচালনায় সরকারি কোনো প্রভাব থাকবে না বলেছেন আদালত। কিন্তু এর বিরুদ্ধে আপিল করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি।

বিসিবি ও ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের বিরুদ্ধে সাবেক বিসিবি পরিচালক মোবাশ্বের চৌধুরীর করা রিটের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবের হোসেন চৌধুরী।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh