• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দিন শেষে ‘স্বস্তিতে’ টাইগার পেসাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৩

বাংলাদেশের বিপক্ষে ১৭৮ রানে এগিয়ে থেকে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রেটিয়াদের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে কিছুটা ‘স্বস্তিতে’ টাইগার পেসাররা। তৃতীয় দিন শেষে ১৫ ওভার ৫ বলে দুই উইকেট হারিয়ে ৫৪ রান করে ২৩২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

দক্ষিণা আফ্রিকার প্রথম ইনিংসে ১৯৬ রানের জুটি গড়েন ওপেনার ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসেও শুরু করেছিলেন তেমনভাবেই। কিন্তু অষ্টম ওভারে শফিউলে ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন প্রথম ইনিংসে ১৯৯ রান করা এলগার। দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন তিনি।

১১তম ওভারের শেষ বলে প্রথম ইনিংসে ৯৭ রান মার্করাম। মাত্র ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের বলে উইকেট কিপার লিটন দাসের তালুবন্দি হন তিনি।

১৬তম ওভারের পঞ্চম বলে দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার স্বল্প আলোর জন্য খেলা বন্ধ করেন।

এর আগে ৩২০ রানে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। শনিবার ৩ উইকেটে দলীয় ১২৭ রান নিয়ে ব্যাট করতে নামেন মুমিনুল হক ও তামিম ইকবাল। ৩৯ রানে তামিম ফিরলেও দলকে এগিয়ে নিতে থাকেন মুমিনুল। তার সঙ্গে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে ৭৭ রান করে ফেরেন মুমিনুল। তার আগে ৬৯ রানের জুটি করেন তারা। আর শেষ দিকে রিয়াদ ও সাব্বির রহমান ৬৫ রানের জুটি গড়েন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন কেশব মহারাজ। দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ (ডি.)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২০ অলআউট

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৫৪/২

ওয়াই/কে

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের কুইজে অংশ নিতে ক্লিক করুন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh