• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হতাশ করে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৮

নতুন দিনে নতুন আশায় বুক বেঁধেছিলেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী। সবাই চেয়েছিলেন, তৃতীয় দিন আরো কিছুক্ষণ ব্যাট করুক মুমিনুল হক-তামিম ইকবাল। তবে তাতে জ্বালানি যোগাতে পারলেন না তামিম ইকবাল। সবাইকে হতাশ করে সাজঘরে ফিরলেন তিনি। দলীয় ১৫৮ রানে আন্দিলে ফেলুকওয়ায়োর শিকার হয়ে ফেরেন এ ড্যাশিং ওপেনার। ফেরার আগে করেন ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান।

আগের দিনের ১২৭ রান নিয়ে ব্যাট করতে নামেন মুমিনুল ও তামিম। শুরুটা বেশ সতর্কতার সঙ্গেই করেন তারা। খেলতে থাকেন দারুণ আস্থার সঙ্গে। রাবাদা-মরকেলের গতি ও বাউন্সের সামনে ছিলেন অবিচল। তবে হঠাৎই ছন্দপতন ঘটে তামিমের ব্যাটে। রাবাদা-মরকেলের রিভার্স সুইং, বাউন্স দক্ষতার সঙ্গে সামলালেও ফেলুকওয়ায়োর বাজে বলে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তা দারুণ ক্ষিপ্রতায় ধরেন কুইন্টন ডি কক।

আগের দিন ৩ উইকেটে ৪৯৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১২৭/৩ (ইমরুল ৭, লিটন ২৫, মুমিনুল ২৮*, মুশফিক ৪৪, তামিম ২২*; মর্কেল ১/৩৪, রাবাদা ১/৩৮, মহারাজ ১/২৩, অলিভিয়ের ০/২৭, ফেলুকওয়ায়ো ০/৪)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬ (ডি.)

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh