• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১১

টানা দুই ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। বিষয়টি তার জন্য তো নয়-ই, দলের জন্যও মোটেও সুখকর নয়। এরই মধ্যে তা টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত লা লিগায় ৬টি ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে ৩টিতে জয়, ১টিতে ড্র ও ১টিতে পরাজয় বরণ করেছে স্প্যানিশ জায়ান্টরা। এতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গ্যালাকটিকোরা। সেখানে ৭ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

এ অবস্থায় রিয়াল নিশ্চয়-ই মনে মনে জপছে শিগগির গোলখরা কাটিয়ে উঠুক দলের প্রাণভোমরা। অবশ্য রোনালদোও চান দ্রুতই গোলের দেখা পেতে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে লস ব্লাঙ্কোজরা। এ ম্যাচে গোল পেতে মরিয়া সিআরসেভেন।

গেলো কয়েক বছরের মতো এবারো ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন রোনালদো। সিআরসেভেনের অগ্রণী ভূমিকাতেই ৫৯ বছরের মধ্যে প্রথমবার একই মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা বগলদাবা করেছে রিয়াল।

যদিও চলতি মৌসুমের শুরুতে সবটুকু আলো কেড়ে নিয়েছেন মেসি। নেইমার পিএসজিতে চলে যাওয়ায় একাই বার্সাকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১২টি গোল করেছেন খুদে জাদুকর। গেলো মৌসুমেও দারুণ ফর্মে ছিলেন ফুটবলের বরপুত্র। তবে কাতালানদের বড় শিরোপা জেতাতে পারেননি তিনি।

অন্যদিকে, এ মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩টি গোল করেছেন রোনালদো। অবশ্য নিষেধাজ্ঞার কারণে মৌসুমের শুরুতেই ৫ ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। তাই সার্বিক বিচারে গেলো মৌসুমে দুর্দান্ত ফর্মের কারণে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে থাকছেন পর্তুগিজ উইঙ্গারই।

গেলো সপ্তাহে ৩ জনের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এতে মেসি-রোনালদোর সঙ্গে এবার জায়গা করে নিয়েছেন নেইমার।

গেলো সপ্তাহে রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল। যা দলটিকে হতাশ করে। তবে শনিবার আলাভেসের ২-১ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে তারা। কিন্তু এ ম্যাচে গোল পাননি দলের গোলমেশিন রোনালদো। তবে এ নিয়ে মোটেই বিচলিত নন কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, রোনালদো এরকমই। স্বাভাবিকভাবেই ও গোল করতে চায়। তবে চিন্তার কিছু নেই। এখনো মৌসুমের অনেক সময় পড়ে আছে। আমি নিশ্চিত, বরাবরের মতো এবারো সে লিগের শেষদিকে ক্লাবের হয়ে পার্থক্য গড়ে দেবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh