• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার বন্যার্তদের ত্রাণ দিলেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট, মানিকগঞ্জ

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

বিশ্রামে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান এখন মানবসেবায় ছুটে বেড়াচ্ছেন।

কখনো দেখা যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়, কখনো বা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।

তবে সোমবার তাকে দেখা গেল মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ মাঠে।

এদিন ক্রিকেট বোর্ডের উদ্যোগে বন্যাদুর্গত ২ হাজার পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে ঘিওর সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের হাতে চাল, ডাল, তেল, আটাসহ ১ কেজি পরিমাণের ত্রাণ সামগ্রি তুলে দেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দূর্জয়সহ বিসিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সাকিব আল হাসান বলেন, মানবতার খাতিরে একজনের বিপদে আরেকজনের সহযোগিতা করা উচিত। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।

এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh