• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এগিয়ে থেকেই মাঠে নামছেন যুবারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৭

দক্ষিণ এশিয়ার ফুটবলে যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ সোমবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দক্ষিণ এশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (সাফ) অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের এ ম্যাচটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ৩ গোলে পিছিয়ে পড়েও শক্তিশালী ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছিল রক্সির দল।

এরপর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ২-০ গোলে। তাই এ ম্যাচেও নেপালের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে জাফররা। আর এ ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের শিরোপার দিকে অনেকটাই এগিয়ে যাবে মাহবুব হোসেনের শিষ্যরা।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টুর্নামেন্টের দুই ম্যাচে জাফর ইকবাল তিন গোল করেছেন। একটি করে গোল করেছেন মোহাম্মদ সুফিল, রহমত মিয়া ও সৈকত মাহমুদ মুন্না।

ছয় দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় শ্রীলংকা। তাই ফরম্যাটেও পরিবর্তন আনা হয়। পাঁচ দলই এখন একে অন্যের বিপক্ষে খেলবে। গ্রুপের সেরা দল হবে চ্যাম্পিয়ন।

অর্থাৎ সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল জিতবে এবারের শিরোপা। প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে এগিয়ে আছে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ভুটানের বিপক্ষে।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে আইরিশদের হারাল টাইগার যুবারা
আহার ও শিহাবের ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের হারাল যুবারা
বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছাড়ছে যুবারা
X
Fresh