• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১২ বলে ৫০ রান করে শতক হাঁকালেন মঈন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৩ বলে শতক ছুঁয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। প্রথম ৫০ রান পূর্ণ করেন ৪১ বলে। দ্বিতীয় ৫০ রান মাত্র ১২ বলে! ক্যারিবিয়ান দ্বীপে রীতিমতো ব্যাটিং ঝড় বইয়েছেন মঈন।

শুরু থেকেই চার মারার দিকে নজর ছিল মঈনের। অবশ্য পাঁচটি চার হাঁকানোর পরও প্রথম ৩৯ বলে তার রান ছিল ৩৯। তার ব্যাটিং ঝড় মূলত শুরু হয় ৪৫তম ওভারে।

মিগুয়েল কামিন্সের বলে টানা দুই ছক্কা মেরে পূর্ণ করেন অর্ধশতক। এ ঝড় থামে তার শতক পূর্ণ করার মধ্য দিয়ে। মঈনের ব্যাটিং ঝড় মোকাবেলা করতে হয়েছে ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডারকে।

শেষমেশ ৫৭ বলে সাতটি চার ও আটটি ছয়ে ১০২ রান করার পর থামে এই অলরাউন্ডারের ব্যাটিং ঝড়।

যদি ঝড়ের শুরুটা আর এক-দুই ওভার আগে হতো, তবে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জশ বাটলারের ৪৬ বলে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে যেত। এখন অবশ্য ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান মঈন।

এই অলরাউন্ডারের ঝড়ো ইনিংসের সুবাদেই ২১৭ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ড ৩৬৯ রানের পাহাড় গড়েছে।

এদিন ইংল্যান্ডের অন্য সফল ব্যাটসম্যানদের মধ্যে জো রুট ৭৯ বলে ৮৪ ও বেন স্টোকস ৬৩ বলে ৭৩ রান করেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
মঈন খানের বাসায় এবার জার্মান ও সুইস রাষ্ট্রদূত
X
Fresh