• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বর্ষসেরার শেষ তিনে মেসি-রোনালদো-নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:০০

২০১৭ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ প্রত্যাশীদের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার।

গত মাসে প্রকাশ করা ২৪ জনের তালিকাটি শুক্রবার তিনে নামিয়ে এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় পুরস্কারটি দেয়া হবে। আগামী ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীর নাম।

গত বছর শেষ তিনজনের তালিকায় মেসি ও রোনালদোর সঙ্গে ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আঁতোয়ান গ্রিজমান। পুরস্কার জিতেছিলেন রোনালদো। মেসি হয়েছিলেন দ্বিতীয়, আর গ্রিজমান তৃতীয়।

মেসি ও রোনালদো গত ৯ বছর ধরেই বর্ষসেরার পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছেন। সর্বোচ্চ পাঁচবার বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন চারবার।

এ বছরও বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে এগিয়ে রোনালদো। ২০১৬-১৭ মৌসুমে তিনি রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন। তিনি পুরস্কারটি জিতলেই ছুঁয়ে ফেলবেন মেসিকে।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পুরস্কারটি দেয়া হতো ফিফা ব্যালন ডি’অর নামে। ২০১৬ সাল থেকে এটির নতুন নাম হয়েছে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh