• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট একাডেমি গড়তে অনুমতি পাচ্ছেন না আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৬

করাচিতে একটি সমৃদ্ধ ক্রিকেট একাডেমি গড়ে তুলতে চান পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এজন্য সিন্ধু সরকারের কাছে অনুমতি প্রার্থনাও করেছেন তিনি। তবে অনুনয়, বিনয় সত্ত্বেও তাকে অনুমতি দিতে গড়িমসি করছে প্রাদেশিক সরকার।

সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী, পিসিবি ও পেশোয়ার জালমি আয়োজিত পিস কাপের ম্যাচে অংশ নেন আফ্রিদি। সেখানে সাংবাদিক হামিদ মিরকে এ তথ্য জানান তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, একটি ক্রিকেট একাডেমির জন্য সিন্ধু সরকারের কাছে আমি অনুমতি চেয়েছি। ভবিষ্যত পরিকল্পনার কথাও তাদের জানানো হয়েছে। আমার পরিকল্পনা অনুযায়ী, ওই একাডেমিতে ক্রিকেটের পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও অন্য বিষয়ে পাঠদান করা হবে। তবু অনুমতি দিচ্ছে না সরকার।

আফ্রিদি আরো বলেন, প্রথমে আমি সারাদেশ থেকে ৫০-৬০ জন তরুণ বাছাই করব। তারপর তাদের এখানে নিয়ে আসব। এখানে তারা ক্রিকেটীয় দীক্ষা ও বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারবে।