• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাভানিসহ সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১১

বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে দলে ভেড়ানো হলেও তার কথাতেই যে সবকিছু চলবে, তা কিন্তু নয়। সেই কথায় যেন নেইমারকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানে লিঁও’র বিপক্ষে ফ্রিক কিক ও পেনাল্টি কিক কাণ্ডে এডিনসন কাভানিসহ সতীর্থদের কাছে ক্ষমা চাইতে তাকে বাধ্য করেছে পিএসজি কর্তৃপক্ষ! এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য সান।

বরাবর পিএসজির হয়ে স্পট কিক নেন কাভানি। তবে গেলো রোববার লিঁও’র বিপক্ষে তাতে বাধ সাধেন নেইমার। এ নিয়ে তাদের রেষারেষি চলে ড্রেসিংরুম পর্যন্ত। থিয়াগো সিলভার হস্তক্ষেপে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়নি।

ওই ঘটনায় ভীষণ বিরক্ত হয়ে কাভানিকে বেচে দিতে পিএসজি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জোরালো দাবি তোলেন নেইমার। তবে সার্বিক বিবেচনায় তাকেই ক্ষমা চাইতে বলে ক্লাব কর্তৃপক্ষ। একরকম নিরুপায় হয়েই কাভানিসহ দলের বাকি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল সুপারস্টার!

গেলো বুধবার অনুশীলনে সবার কাছে ক্ষমা চান নেইমার। এতে দোভাষীর ভূমিকা পালন করেন জাতীয় দলের অধিনায়ক ও সতীর্থ সেই সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভিব্যক্তি সবাইকে বুঝিয়ে দেন তিনি।

পরে একসঙ্গে খাবার খান তারা। একসঙ্গে অনুশীলনে অংশ নেন নেইমার-কাভানি। গা গরমে এক অপরকে সহায়তাও করেন তারা।

অবশ্য এর আগেই নেইমার-কাভানির শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই ঘটনায় পার্শ্বচরিত্র ছিলেন ডিফেন্ডার দানি আলভেজ। ঘটনার পর একসময় তাদের নিয়ে এক হোটেলে যান তিনি। সেখানে এ জুটিকে করমর্দন করিয়ে ঝামেলা মিটেয়ে ফেলার চেষ্টা করেন।

এদিকে ঘটনার পরপরই পিএসজি কোচ উনাই এমারি দাবি করেন, তাদের মধ্যে ঝগড়া মিটে গেছে। দু’জনই মৈত্রীর ডোরে আবদ্ধ হয়েছেন।

ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ মোপেরিয়ে এফসি। সবার প্রত্যাশা ফের নেইমার-কাভানির অসাধারণ যুগলবন্দিতে জয় ছিনিয়ে নেবে পিএসজি। তাতে সহায়তা করবেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh