• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না গেইলদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২২

দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল-মারলন স্যামুয়েলসকে ফিরিয়েও কাজ হলো না ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ক্যারিবীয়রা। এতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না তাদের।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষণা অনযায়ী, ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় আসছে বিশ্বকাপে অষ্টম দল হিসেবে সরাসরি খেলবে শ্রীলঙ্কা। এর অর্থ ওই বিশ্বকাপে খেলতে এখন বাছাইপর্বের গণ্ডি পের হতে হবে হোল্ডারদের।

আসছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ বা ৪-০ ব্যবধানে সিরিজ জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। তবে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারায় সেই আশায় গুঁড়েবালি হয় ক্যারিবিয়ানদের।

বর্তমান আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম আছে শ্রীলঙ্কা। আর ৭৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব উতরাতে হবে ক্যারিবীয়দের। এ বাছাইপর্ব শুরু হবে ২০১৮ সালে।