• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফের বলছি আমি দিবালা, মেসি নই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৪

জুভেন্টাসের হয়ে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন পাওলো দিবালা। তার দুর্দান্ত হ্যাটট্রিকে সাসসুয়েলোকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সের পর ফের তাকে পরবর্তী লিওনেল মেসি বলে সম্বোধন করেন সাংবাদিকরা। তবে আবারো তা প্রত্যাখ্যান করলেন তিনি।

স্কাই স্পোর্ট ইতালিয়াকে দিবালা বলেন, আমি খুবই খুশি। তিন গোল পাওয়া সবসময়ই বড় ব্যাপার। তবে লিওনেল মেসির সঙ্গে তুলনাটা আমার পছন্দ নয়।

এ হ্যাটট্রিকে সিরি আ’য় ক্যারিয়ারে প্রথমবার টানা ছয় ম্যাচে গোল করলেন দিবালা। ইতালির সাবেক তারকা ফুটবলার লুকা তনির (২০০৫-০৬) পর এ লিগে দলের শুরুর চার ম্যাচেই গোল করলেন তিনি। এতে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে তার গোল এখন ৫২টি।

শোনা যাচ্ছে, দিবালাকে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ফুটবল বোদ্ধাদের মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ডই হচ্ছেন কাতালান দলটিতে মেসির যোগ্য উত্তরসূরি। তবে স্বদেশি সতীর্থের সঙ্গে এমন তুলনা মোটেই পছন্দ নয় উঠতি ফুটবল সেনসেশনের।