• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়াকে লড়াকু লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩

বিপর্যয় সামলে শেষমেশ অস্ট্রেলিয়াকে ২৮২ রানের রানের লড়াকু লক্ষ্য দিয়েছে ভারত। বৃষ্টিবাধায় সময়মতো মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টি শেষে জয়ের লক্ষ্যে ব্যাট হাতে মাঠে নেমেছে তারা।

রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

মাত্র ১১ রান তুলতেই পাঁচ ওভার তিন বলেই আজিঙ্কা রাহানে(৫), কোহলি(০) ও মনিশ পান্ডেকে(০) হারায় ভারত। ৮৭ রান তুলতে হারায় রোহিত শর্মা(২৮) ও কেদার জাদবকে(৪০)।

এরপর হার্দিক পান্ডে(৮৩), মহেন্দ্র সিং ধোনির(৭৯) লড়াইয়ে দল এগিয়ে যায় বড় সংগ্রহের দিকে। ৫০ ওভার শেষে ভুবনেশ্বর কুমার(৩২) ও কুলদ্বীপ যাদব(০) অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান কোল্টার-নিল নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া মার্কাস স্টোয়নিস দুটি এবং জেমস ফকনার ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২১, ২৪, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে মাঠে গড়াবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচগুলো মাঠে গড়াবে অক্টোবরের ৭, ১০ ও ১৩ তারিখে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
X
Fresh