• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একনজরে কে কোন দলে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াচ্ছে ২ নভেম্বর। এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাত দল-ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

ঘরোয়া টি-টোয়েন্টির জনপ্রিয় এ আসর সামনে রেখে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে হয়ে গেলো প্লেয়ার্স ড্রাফট (খেলোয়াড় নিলাম)। বিক্রি হয়েছেন অপেক্ষমাণ দেশীয় ও বিদেশি ক্রিকেটাররা। সাত ফ্রাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তবে প্লেয়ার্স ড্রাফটে প্রথমে ডাকার সুযোগ হাতছাড়া করেনি রাজশাহী। প্রথমেই আইকনদের বাইরে থাকা সবচেয়ে দামি ক্রিকেটারটিকে নিয়ে নেয় তারা।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান—এ সাত আইকন খেলোয়াড়কে আগেই বেছে নিয়েছিল সাত দল। আইকন হিসেবে বরিশাল বুলস দলে টেনেছিল মুস্তাফিজকে। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের ফ্রাঞ্চাইজিকে শেষ মুহূর্তে নিষিদ্ধ করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবার চলুন একনজরে দেখে নিই; কে কোন দলে-

ঢাকা ডায়নামাইটস

দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন।

রাজশাহী কিংস

দেশি: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক।

বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির ও রাজা আলী দার।

চিটাগাং ভাইকিংস

দেশি: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, এনামুল হক, সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত।

বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, লুইস রিচ ও নাজিবুল্লাহ জাদরান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস।

খুলনা টাইটান্স

দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ ও সাইফ হাসান।

বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাফেট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চার।

রংপুর রাইডার্স

দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান।

বিদেশি: ক্রিস গেইল, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি ও স্যাম হেইন।

সিলেট সিক্সার্স

দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ।

বিদেশি: বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh