• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জার্মানি, অবনমন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৮

ব্রাজিলকে সরিয়ে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিলো জার্মানি। বাছাইপর্বে টানা ৮ ম্যাচে জয় তুলে নিয়ে ২০১৮-রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে ১ হাজার ৬০৬ রেটিং পয়েন্ট নিয়ে ৫ বারের চ্যাম্পিয়নদের হটিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জার্মানরা। তাদের থেকে ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেলেকাওরা।

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পর্তুগালের। ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে ৪ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ।

অবনমন ঘটেছে বাছাইপর্বে ঝুলে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার। ১ হাজার ৩২৫ পয়েন্ট নিয়ে ১ ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে আকাশি-সাদা জার্সিধারীরা।

উন্নতি ঘটেছে বেলজিয়ামেরও। ৪ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা দলটি।

২ ধাপ করে উন্নতি হয়েছে ফ্রান্স, চিলি ও কলম্বিয়ার। দলগুলো অবস্থান করছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে।

তবে পিছিয়ে গেছে পোল্যান্ড ও সুইজারল্যান্ড। ১ ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে পোল্যান্ড। ৩ ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে সুইসরা।

ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে অবনমন ঘটেছে বাংলাদেশ ও ভারতের। ৭ ধাপ নেমে ১৯৬তম স্থানে আছে বাংলাদেশ। ১০ ধাপ পিছিয়ে ১০৭তম স্থানে অবস্থান করছে প্রতিবেশি দেশ ভারত। আর শ্রীলঙ্কা ১৯৮তম ও পাকিস্তান ২০০তম স্থানে অবস্থান করছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
আশ্রয়প্রার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে জার্মানি
X
Fresh