• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘সুপার সিক্সটিন’ হাতে নাদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩

ক্যারিয়ারে ১৬তম গ্র্যান্ডস্ল্যাম (সুপার সিক্সটিন) জিতলেন রাফায়েল নাদাল। ইউএস ওপেনের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি।

রোববার নিউ ইয়র্কে শুরু থেকেই অ্যান্ডারসনকে চাপে রাখেন নাদাল। জোরালো স্ম্যাশ আর নিখুঁত রিটার্নে প্রথম ২ সেটে ৬-৩, ৬-৩ ব্যবধানে এগিয়ে যান স্প্যানিশ তারকা। পরের সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নাদালের সামনে দাঁড়াতে পারেননি অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেট জিতে ১৬তম গ্র্যান্ডস্ল্যাম এবং তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয়ের আনন্দে মাতেন রাফা।

এ জয়ে দুর্দান্ত মৌসুম কাটলো নাদালের। ক্যারিয়ারে চতুর্থবারের মতো মৌসুমে কমপক্ষে ২টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি।

ইউএস ওপেন জিতে ভীষণ খুশি নাদাল। মৌসুমটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে দেখছেন তিনি। উচ্ছ্বসিত এ স্প্যানিশ তারকা বলেন, খেলার ফলাফল বিশ্লেষণ করলে এটি অবশ্যই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। এ মৌসুমে যা অর্জন করেছি তা অবিশ্বাস্য। চোট, ইনজুরি, সমালোচনা কাটিয়ে এ শিরোপা অর্জন নিঃসন্দেহে বিশেষ কিছু।

ইউএস ওপেন জয়ে গ্র্যান্ডস্ল্যামের দিক দিয়ে রজার ফেদেরারের আরো কাছে চলে গেলেন নাদাল। ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জিতে সবার ওপরে রয়েছেন ফেদেরার। আর ১৬টি জয়ে দ্বিতীয় স্থানে রইলেন স্প্যানিশ তারকা। ১৪টি জিতে তার পরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল
X
Fresh