• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শারাপোভার চমক চলছেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪

ইউএস ওপেনের নারী এককে তৃতীয় রাউন্ডে উঠলেন রাশিয়ার টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা। নারী এককে দাপট ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও। তবে অঘটনের শিকার হয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, জভেরেভ ও উইলফ্রেড সোঙ্গা।

নিষেধাজ্ঞা থেকে ফিরে চমকের পর চমক দেখিয়ে যাচ্ছেন শারাপোভা। ওয়াইল্ডকার্ড নিয়ে অংশ নিয়েও প্রতিযোগিতায় অন্যদের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। প্রথম রাউন্ডে বিশ্ব টেনিসে ২ নম্বর র‌্যাংকিংধারী সিমোনা হালেপকে হারান। এবার দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির টিমা বাবোসকে ৬-৭, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন এ স্বর্ণকেশী।

শারাপোভা বলেন, আমি জানতাম এটি করতে পারবো এবং পেরেছি। আমি ভক্তদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। যা নিঃসন্দেহে আমার কাছে বিশেষ কিছু। আমার এগিয়ে চলার পথে যা পাথেয় হয়ে থাকবে।

নারী এককে আধিপত্য ধরে রেখেছেন ভেনাস উইলিয়ামস। ফ্রান্সের ডোডিনকে ৭-৫ ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন তিনি।

এদিকে ঘাড়ের ইনজুরির কারণে বিদায় নিয়েছেন নিক কিরগিস।

অন্যদিকে, ১৮ বছরের কানাডিয়ান শাপোভালভের কাছে ৬-৪, ৬-৪ ও ৭-৬ গেমে হেরে ছিটকে গেছেন সোঙ্গা। আরেক ম্যাচে একতারিনা মাকারোভার কাছে হেরে বিদায় নিয়েছেন ডেনিশ সেনসেশন ওজনিয়াকি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh