• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টিনার ড্র, শীর্ষস্থানে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৭

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। তবে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। এতে ওই অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো সেলকাওরা।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে আর্জেন্টিনা-উরুগুয়ের মধ্যকার খেলা। প্রথমার্ধে উভয় দল বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধেও কোনো গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ফলে তিন রাউন্ড বাকি থাকতে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট বেশি নিয়ে উরুগুয়ে রয়েছে তৃতীয় স্থানে।

এদিকে টানা নবম জয় তুলে নিয়েছে তিতের ব্রাজিল। প্রথমার্ধে গোল করতে না পারলেও ৬৯ মিনিটে পাওলিনহো আর ৭৬ মিনিটে ফিলিপে কোতিনহোর গোলে জয় পায় ব্রাজিল।

নেইমার বল নিয়ে কারিকুরি দেখালেও গোলে শট নিতে পারছিলেন না। অবশেষে ৬৯তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সম্প্রতি বার্সেলোনায় যোগ দেয়া পাওলিনহো। অনেকটা বিনা বাধায় জোরালো শটে বল জালে পাঠান তিনি। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এ নিয়ে ৫টি গোল করলেন এ ফরোয়ার্ড।

একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ে ৭৬তম মিনিটে ফিলিপে কোতিনহোর গোলে। ডি-বক্স থেকে বল দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে জেসুস হেডে বল পাঠান তাকে। প্লেসিং শটে তা জালে পাঠিয়ে দেন লিভারপুলের ফরোয়ার্ড।

এ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জেএইচ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
রাতে মাঠে নামছে ব্রাজিল
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়
X
Fresh