• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়া দলে রদবদল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৭, ২০:০০
স্টিফেন ও’কিফ

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ছে টাইগাররা। বাংলাদেশের স্পিন অ্যাটাকের কাছে নতি শিকার করতে হয়েছে বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা এ টেস্ট একাদশকে। এ টেস্টে দু’দলের ৪ ইনিংসে মোট ৩৪টি উইকেট নিয়েছেন স্পিনাররা। সে হিসেবে দ্বিতীয় টেস্টে অজি দলে নেয়া হয়েছে স্টিফেন ও’কিফকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেবর হনের বরাতে ক্রিকেট ডট কম ডট এইউ এর মাধ্যমে খবরটি জানা গেছে।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয়টির জন্য ইনজুরির কবলে পড়া জশ হ্যাজেলউডের বদলে এই বাঁ-হাতিকে দলে নেয়া হয়েছে।

মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিল। ব্যক্তিগত পঞ্চম ওভার ও ইনিংসের ৩৫তম ওভারে বল করতে গিয়ে কোমরে টান লাগে হ্যাজেলউডের।

এদিকে প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার ও’কিফ। ক্যারিয়ারে ৮ টেস্টে ৩৩ উইকেট আছে ৩২ বছরের এ ক্রিকেটারের।

অস্ট্রেলিয়া দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, স্টিফেন ও’কিফ, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh