• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বন্যাদুর্গতদের সহায়তায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ আগস্ট ২০১৭, ১১:৫১

সারাদেশে বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে। পানিবন্দি হয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগের সীমা নেই। এসব মানুষের দু:খ, কষ্টে চরম ব্যথিত দেশের ক্রিকেটাঙ্গন।

ক’দিন আগে ফেসবুক ভিডিওতে সব শ্রেণি-পেশার মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এবার বরাদ্দ বাজেট তাদের সাহায্যার্থে ব্যয় করতে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার রাজধানীর অ্যাকমি কার্যালয়ে হয় গভর্নিং কাউন্সিলের জরুরি সভা। ওই সভাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত সবাই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ বাজেট দেশের বন্যাপীড়িতদের সাহায্যার্থে ব্যয় করতে সম্মতি জানান। এরই প্রেক্ষিতে আসছে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সিরাজগঞ্জে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। মানুষ মানবেতর জীবনযাপন করছে। এরকম অবস্থায় উদ্বোধনী অনুষ্ঠান করা উচিত হবে না। তাই আমরা না করার সিদ্ধান্ত নিয়েছি। সেই অর্থ আমরা বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করবো।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর হওয়ার কথা ছিল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এতে দেশ-বিদেশের খ্যাতিমান তারকাদের পারফরম করার কথা ছিল। তবে দেশের দুর্যোগময় মুহূর্তে সেই বিলাসী সিদ্ধান্ত থেকে সরে এলো বিসিবি।

বিপিএলের এবারের আসরের পর্দা ওঠার কথা আসছে ২ নভেম্বর। তবে শোনা যাচ্ছে, কারণবশত তা ১ দিন পিছিয়ে ৩ নভেম্বর শুরু হতে পারে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh