• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সামনে র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৭, ০৯:২৩

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। সেই তুলনায় টেস্টে ততোটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি টাইগাররা। তবে এরই মধ্যে ক্রিকেটের লংগার ভার্সনেও নিজেদের অগ্রগতির কথা জানান দিয়েছে মুশফিকরা। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কায় স্বাগতিকদের হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রশ্ন জাগছে-অজিদের হারাতে পারবে তো বাংলাদেশ?

ক্রিকেটবোদ্ধাদের অভিমত, এ সিরিজ হবে তুমুল প্রতিদ্বন্দ্বিদ্বতার। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। এমন সিরিজে মুশফিক বাহিনীর সামনে সুযোগ থাকছে র‌্যাংকিংয়ে উন্নতির। দীর্ঘদিন ধরে টেস্ট র‌্যাংকিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এতে তাদের অষ্টম স্থানে ওঠার হাতছানি দিচ্ছে।

কাজটা অবশ্য মোটেও সহজ নয়। তবু আশা করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এজন্য স্মিথদের বিপক্ষে সিরিজ জিততে হবে মুশফিকদের। অর্থাৎ জিততে হবে ঢাকা ও চট্টগ্রাম টেস্ট অথবা যেকোনো একটি। তবে কোনো টেস্ট হারা যাবে না। এর মানে একটি জিতলে অন্যটি ড্র করতে হবে।

বর্তমানে রেটিং পয়েন্ট ৬৯ নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। আর রেটিং পয়েন্ট ৭৫ নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারলে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮১। এতে ক্যারিবিয়দের পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে আসবে তারা। কোনোভাবে এমনটি হলে কপাল পুড়বে অজিদের। রেটিং পয়েন্ট ১০০ নিয়ে বর্তমানে র‌্যাংকিংয়ের চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রেলিয়া নেমে যাবে পঞ্চম স্থানে।

আবার বাংলাদেশ একটি ম্যাচ জিতলে এবং কোনো ম্যাচ না হারলে অর্থাৎ ১-০ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে বা রেটিংয়ে হেরফের হবে না অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৭৪। এতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলা যাবে না। কিন্তু ক্যারিবিয়দের হারার শর্তসাপেক্ষে টাইগারদের উন্নতির সুযোগ থাকবে। ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালে তাদের রেটিং কমে যাবে। এতে অষ্টম স্থানে উঠে আসবে মুশফিকের দল।

অন্যদিকে ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকবে অস্ট্রেলিয়া। আর ২-০ ব্যবধানে জিতলে তৃতীয় স্থানে ওঠার সুযোগ থাকবে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডকে হারতে হবে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট মিরপুরে। আর দ্বিতীয় টেস্টটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh