• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথম ম্যাচে লঙ্কানদের পাত্তাই দিলো না ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৭, ০৯:৪০

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারালো সফরকারী ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বিরাট কোহলির দল।

ডাম্বুলায় স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ২১৭ রানের টার্গেটে শুরুটা ভালো করতে পারেনি ভারত। পঞ্চম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। রান আউটের শিকার হয়ে মাত্র ৪ রান করে সাজ ঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা।

ওপেনার শিখর ধাওয়ানের অপরাজিত ১৩২ ও অধিনায়ক কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে সহজেই জয়ের চূড়ায় পৌঁছে যায় ব্লু আর্মিরা।

দিন-রাত্রির এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার নিরোশান ডিকবেলার ৭৪ বলে ৬৪ রানের সুবাদে ২৫ ওভার শেষ হবার আগেই ১ উইকেটে ১৩৯ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এরপরও ৪৩ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

৩৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার দাঁড় করান প্যাটেল। এছাড়া অন্য দুই স্পিনার যুবেন্দার চাহাল, কেদার যাদব ও পেসার জসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন।

ডিকবেলার ওপেনিং পার্টনার দানুস্কা গুনাথিলাকাকে ব্যক্তিগত ৩৫ রানে থামিয়ে শ্রীলঙ্কার প্রথম উইকেটের জুটি ভাঙ্গেন চাহাল। রিভার্স সুইপ করতে গিয়ে এক্সট্রা-কাভারে ক্যাচ দেন গুনাথিলাকা।

অন্য প্রান্ত দিয়ে আক্রমণে এসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন কেদার। ডিকবেলাকে ৬৪ ও অধিনায়ক উপুল থারাঙ্গাকে ব্যক্তিগত ১৩ রানে শিকার করেন কেদার। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সাথে ৬৫ রান যোগ করেছিলেন ডিকবেলা।

মেন্ডিসকে ব্যক্তিগত ৩৬ রানে বোল্ড করেন প্যাটেল। ১ রান করে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সরাসরি থ্রোতে আউট হন চামারা কাপুগেদেরা।

স্বীকৃত ব্যাটসম্যানরা শেষ দিকে দ্রুত ফিরে গেলেও লড়াই করার চেষ্টা করেছিলেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু শেষপর্যন্ত ৩৬ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ।

আসছে ২৪ আগস্ট পাল্লেকেলেতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ২১৬/১০, ৪৩.২ ওভার (ডিকবেলা ৬৪, ম্যাথুজ ৩৬*, প্যাটেল ৩/৩৪)।

ভারত : ২২০/১, ২৮.৫ ওভার (ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*)।

ফলাফল : ভারত ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : শিখর ধাওয়ান (ভারত)।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh