• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাতে প্যারিসে অভিষিক্ত হচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৭, ১২:৩১

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তুলুহজের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেন জার্মেইর (পিএসজি)। এই ম্যাচ দিয়েই হোম গ্রাউন্ডে অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারের।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের পার্ক ডেস প্রিন্সেসে নামবে নেইমারের নতুন দলটি। এরই মধ্যে কোচ উনাই এমারি ১৯ সদস্যের নাম ঘোষণা করেছেন।

২৫ বছরের এ ফুটবলারের সঙ্গে ড্যানি আলভেজ, থিয়াগো সিলভা, কাভানিদের মতো তারকারা তো আছেনই।

তাছাড়া কোচ উনাই এমারি ঘোষণা দিয়েই দিয়েছেন যে, নেইমারকে সর্বোচ্চ চূড়ায় উঠাতে সব ধরনের সহযোগিতা করবে পিএসজি।

৪৮ হাজার আসনের এ স্টেডিয়ামে প্রথমবারের মতো নেইমার জাদু দেখতে প্যারিসের দর্শকদের উদ্দিপনার শেষ নেই।

গেলো সপ্তাহে পিএসজি’র হয়ে প্রথমবার মাঠে নামেন নেইমার। সে ম্যাচেই জাত চিনিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এ তারকা। গ্যাঁগোঁকে ৩-০ গোলে হারায় দলটি। ৩টি গোলের সঙ্গেই তার অবদান ছিল।

গেলো মাসে আমেরিকায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) শেষ করে ছুটিতে যান নেইমার। সেসময় নেইমারের দল বদলের খবর নিয়ে মেতে ওঠে ফুটবল প্রেমীরা।

সব জল্পনা-কল্পনার বাদ দিয়ে চলতি মাসে স্পেনে সাবেক ক্লাব বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়ে বিদায় নেন তিনি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে যোগ দেন পিএসজিতে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh