• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১১ বছর পর টেস্ট খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৭, ২৩:০৭

দীর্ঘ প্রায় ১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে আসলো টিম অস্ট্রেলিয়া। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার মাটি স্পর্শ করেছেন ওয়ার্নার-স্মিথরা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দলের হোটেল রেডিসন ব্লুতে যাবার কথা রয়েছে।

সবশেষ ২০০৬ সালে দুই দলের টেস্ট ম্যাচ হয়েছিল ঢাকায়। এরপর দীর্ঘবিরতি। সেইসময়ের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশ অনেক বদলে গেছে। অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ। সেটাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

নিজেদের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন তিনি। ভারত সফরের শিক্ষা বাংলাদেশে কাজে দেবে বলেও দাবি তার।

৩২ জনের বিশাল বহর নিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে নিরাপত্তা ম্যানেজার ৩ জন ছাড়াও আছেন বাবুর্চি ও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ। এর আগেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাবুর্চি নিয়ে বাংলাদেশ সফর করেছে।

টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা ম্যানেজার শন ক্যারল এবং ফ্রান্সেসো ডিমাসি আগে থেকেই ঢাকায়। আজ দলের সঙ্গে এসেছেন আরেক নিরাপত্তা ম্যানেজার রবার্ট অ্যালন সিমন্স।

স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন শক্তিশালী স্কোয়াড নিজেদের সবচেয়ে ভাল খেলাটাই খেলার প্রত্যাশা করছেন।

প্রস্তুতি ম্যাচ নিয়ে সংশয় থাকলেও তা ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে হবার কথা রয়েছে। ২৭-৩১ আগস্ট হবে প্রথম টেস্ট। এটি ঢাকায় হবে। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh